১৮, সেপ্টেম্বর, ২০২৪, বুধবার
     

পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মেয়র ফয়সাল বিপ্লব

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি.
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী
মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল আহমেদ বিপ্লব গজারিয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।

গতকাল সোমবার দিনভর গজারিয়া উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নের ১০টি পূজা মন্ডপ
পরিদর্শন ও পূজার্থীদের সাথে
শারদ শুভেচ্ছা ও কুশলাদি বিনিময়ে  মুন্সীগঞ্জ-৩ আসনের (সদর-গজারিয়া) আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশার কথা জানান তিনি।

মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল আহমেদ বিপ্লব বলেন, ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য শেখ হাসিনা নেতৃত্বের কোন বিকল্প নেই।
নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার প্রধান হিসেবে ভোটাধীকার প্রয়োগ করার আহ্বান জানান উপস্থিত জনগণকে।

এসময় উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, গজারিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শাহজাহান খাঁন,গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুতালেব ভুইয়া, গজারিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আরেফিন মোল্লাসহ স্থানীয় আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন নেতা সহ সনাতন সংগঠন নেতারাও উপস্থিত ছিলেন।

               

সর্বশেষ নিউজ