৪, অক্টোবর, ২০২৪, শুক্রবার
     

ফায়ার সার্ভিসের কর্মীদের সামনেই পুড়ল ৩ ঘর

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার দেয়াড়া গ্রামে ফায়ার সার্ভিসের কর্মীদের সামনেই আগুনে পুড়ে গেছে তিনটি ঘর। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। রান্নাঘর থেকে সূত্রপাত হওয়া আগুনে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার সোয়া ১২টার দিকে দেয়াড়া গ্রামের বাবলুর রহমানের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, মধ্যরাতে বাবলুর বাড়িতে আগুন লাগার পর ছুটে আসেন তাঁরা। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরপর তারা পাশের পুকুর থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন।

আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের মোটর কাজ না করায় তারা কিছুই করতে পারেননি। ততক্ষণে বাবলুর বসতঘর ও রান্নাঘর এবং তার চাচাতো ভাই ফারুক হোসেনের বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

কয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আব্দুল আহাদ বলেন, জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে রওনা হই। প্রধান রাস্তা থেকে দুর্ঘটনাস্থলে যেতে অনেক সময় লেগে যায়।

ঘটনাস্থলে পৌঁছে পাশের ময়লা পানিতে মোটর সেট করায় পাম্পটি আটকে যায়। রান্নাঘরের চুলার আগুন থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

               

সর্বশেষ নিউজ