১৮, সেপ্টেম্বর, ২০২৪, বুধবার
     

অবরোধ কর্মসূচির প্রতিবাদে সিরাজদিখানে যুবলীগের বিক্ষোভ মিছিল

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

বিএনপি-জামায়াতের ঘোষিত তিন দিনের অবরোধ কর্মসূচির প্রতিবাদে মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ মিছিল করেছে সিরাজদিখান উপজেলা যুবলীগ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার নিমতলা
ঢাকা মাওয়া মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের সিরাজদিখান উপজেলা আহবায়ক মোঃ মইনুল হাসান নাহিদ, যুগ্ন আহবায়ক মোঃ মাসুদ লস্কর, সাবেক আহ্বায়ক রাকিবুল হাসান রাকিব, আহ্বায়ক সদস্য আরিফ রশিদ, জয়ন্ত ঘোষ, কামাল হোসেন লাল, আরাফাত শেখ, শিশির, তৌহিদ খান সম্রাট, ইঞ্জিনিয়ার বিপ্লব, আলম খান, সুফিয়ান, আলম মৃধা, বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমূখ।

যুবলীগ নেতাকর্মীরা জানান, বিএনপি নাশকতা ও নির্বাচন বানচাল করতে চায়। জনগণের জানমালের ক্ষতি করতে চায়। তারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। আমরা তাদের এই সহিংসতার বিরুদ্ধে, জনগণের জানমাল রক্ষায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি এবং সতর্ক পাহারায় রয়েছি।

               

সর্বশেষ নিউজ