১৮, সেপ্টেম্বর, ২০২৪, বুধবার
     

সিরাজদিখানে সা‌বেক রাষ্ট্রপতি বি চৌধুরীর জন্য মাদ্রাসায় দোয়া ও মোনাজাত

সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি।
দেশের খ্যাতিমান চিকিৎসক ও প্রবীণ রাজনীতিবিদ বিকল্পধারার সভাপতি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী ও তার সহধর্মিনীর সম্পূর্ণ সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের সৈয়দপুর হাফেজিয়া এমদাদিয়া মাদ্রাসায় শুক্রবার বাদ জুমা এ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার মহতামিম হাফেজ মাওলানা বশির আহমেদ । দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী,মুফতি মাহবুব,রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান,কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম সাইফুল ইসলাম মিন্টু,।বিকল্প কেন্দ্রীয় যুবধারা সভাপতি আসাদুজ্জামান বাচ্চু,আহবায়ক বিকল্প ধারা সিরাজদিখান শাখার সভাপতি শাহ আলম আলমাস।
দোয়া ও মোনাজাত শেষে মাদ্রাসার আলেম ওলামা ও ছাত্রদের সাথে মধ্যভোজে অংশ গ্রহণ করেন মুন্সীগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী ।

               

সর্বশেষ নিউজ