চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে দুই বিএনপি কর্মীকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে এসব লিফলেট বিতরণ করছে তারা।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় অ্যাপোলো শপিং কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
বিএনপি কর্মীরা হলেন, মনিরুল ইসলামের (৩০) বাড়ি নোয়াখালীর সেনবাগে এবং বিজয় চৌধুরীর (২০) বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। ঘটনাস্থলে থাকা ছাত্রলীগকর্মী আনোয়ার হোসেন নিজেকে হাজি মোহাম্মদ মহসীন সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক পরিচয় দেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগের লোকজন ওই দুজনকে কিল, ঘুষি ও লাথি মারে এবং তাদের টেনেহিঁচড়ে টহল পুলিশের কাছে নিয়ে যায়।
স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে প্রাণনাশের হুমকি
বিষয়টি নিশ্চিত করেছে সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বোরহান। তিনি বলেন, বিকেলে অ্যাপোলো শপিং কমপ্লেক্সের সামনে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করছিল দুই বিএনপি কর্মী। এ সময় তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে লিফলেট।