৪, অক্টোবর, ২০২৪, শুক্রবার
     

শ্রীনগরে রাস্তা সংস্কার কাজ সম্পন্ন করার দাবীতে মানববন্ধন

মোহন মোড়ল,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
শ্রীনগরে একটি রাস্তা সংস্কার কাজ দ্রত সম্পন্ন করার দাবীতে মানববন্ধন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের উত্তর বালাশুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বেহাল সড়কটিতে বিক্ষুব্ধ এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বলরাম বাহাদুর, শাহ্ জামাল বাছার, শিক্ষক আবুল কালাম সিকদার, আব্দুল খালেক মোল্লা, শাহাদাৎ হোসেন আকাশ, খোকন বেপারী, মো. ইউসুফসহ শতশত এলাকাবাসী। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, বালাশুর চৌরাস্তা থেকে নতুন বাজার পর্যন্ত পাকা সড়কটি সংস্কারের নামে সংশ্লিষ্ট ঠিকাদার ৩ বছর ধরে রাস্তাটি খুঁড়ে রেখেছে। প্রায় দেড় কিলোমিটার রাস্তা সংস্কারের নামে কাজের কোন অগ্রগতি নেই।
এ অবস্থায় সড়কে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন। খানাখন্দ ও ভাঙ্গাচুরা সড়কে দুর্ঘটনার শঙ্কা বাড়ছে। দেখার যেন কেউই নেই! জনসাধারণের দুর্ভোগ লাঘবে সড়কের কাজ দ্রæত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান করেছেন তারা।

               

সর্বশেষ নিউজ