৪, অক্টোবর, ২০২৪, শুক্রবার
     

সিরাজদীখানে শীর্ষ সন্ত্রাসী ডিএম গ্রেফতার

সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান থানার অন্যতম শীর্ষ সন্ত্রাসী আসলাম হাওলাদার (ডিএম) কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা গ্রামের কাদির হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, আসলাম হাওলাদার ডিএম সিরাজদীখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০২০ সালের ধর্ষন মামলার পলাতক আসামী।

এ ছাড়াও তার বিরুদ্ধে সিরাজদীখান থানায় ছিনতাই, নির্যাতন, সন্ত্রাসী মামলা ও মুন্সীগঞ্জ সদর থানায় সন্ত্রাসী ও ঢাকার চকবাজার থানায় ২০১৬ সালে চাঞ্চল্যকর জামিল হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামী।

সিরাজদীখান থানার ওসি মুজাহিদুল ইসলাম বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আসলাম হাওলাদার ডিএম কে গ্রেফতার করে আজ বুধবার আদালতে পাঠানো হবে ।

               

সর্বশেষ নিউজ