১৮, মে, ২০২৪, শনিবার
     

শ্রীনগরের কুকুটিয়ায় সার্বজনীন পেনশন স্কিম বুথ উদ্বোধন

মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়ন পরিষদে সার্বজনীন পেনশন স্কিম বুথ শুভ উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রবিবার বিকালে ইউপি চেয়ারম্যান মো. বাবুল হোসেন বাবুর সভাপতিত্বে সার্বজনীন পেনশন স্কিম বুথ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মো. পারভেছ   দেওয়ান, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. নাসিরউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, মোয়াজ্জেম হোসেন বুলবুল, ইউপি সদস্য তপন শেখ, তোফায়েল আহমেদ, আব্দুল কাইয়ুম মিন্টু, সুলতান বেপারী, আনজাম মাসুদ লিটন, তাজুল ইসলাম, আরশাদ হাওলাদার, স্বপন শেখ, রেখা বেগম, জাকিয়া সুলতানা রুজি, ইউপির তথ্য কেন্দ্রের উদ্যোক্তা মেহেদী হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সার্বজনীন পেনশন মেলা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কন্ঠশিল্পী মুক্তার হোসেন, ঋত্তিকা দাস রিয়া, শ্রাবন্তী মিত্র।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুকুটিয়া ইউনিয়ন পরিষদে সার্বজনীন পেনশন স্কিম বুথ চালুর মাধ্যমে এলাকার সকল শ্রেণি-পেশার (১৮ থেকে ৫০ বছর বয়সী) যে কেউ পেনশন কর্মসূচিতে অংশ গ্রহন করতে পারবে। প্রবাস, প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রত্যয় এই ৫টি ক্যাটাগরিতে সার্বজনীন পেনশন ইউজার আইডি খোলা যাচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যাবে ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্র।

               

সর্বশেষ নিউজ