১৮, সেপ্টেম্বর, ২০২৪, বুধবার
     

সর্বজনীন পেনশন কর্মসূচি বাস্তবায়নে সিরাজদীখানে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজদীখান প্রতিনিধি
সর্বজনীন পেনশন কর্মসূচি বাস্তবায়নের লক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শেখরনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল সোমবার দুপুর ২টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ।

আরো উপস্থিত ছিলেন রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউটশনের প্রধান শিক্ষক বাবু বিশ্বনাথ তালুকদার, শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবু গোবিন চান মন্ডল, শেখরনগর ইউপির সদস্য মনু মিয়া, আকরাম হোসেন ঝিন্টু, আ. মালেক খোকন, আলমগীর মৃধা,সংরক্ষিত নারী জলি বেগম, ভালবাসা রাজবংশী, তাহমিনা খাতুনসহ বিভিন্ন স্কুল,মাদরাসার শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সর্বজনীন পেনশন স্কিম একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, প্রান্তিক মানুষের ক্ষুদ্রক্ষুদ্র সঞ্চয় একদিন বড় সম্পদে পরিণত হবে। তাই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আহ্বান সাড়া দিয়ে সকলকে এই পেনশন স্কিমের আওতায় আসতে হবে। আপনারা সকলেই রেজিস্ট্রেশন করবেন এই আহ্বান জানাচ্ছি।
১৩.০৫.২৪

               

সর্বশেষ নিউজ