১৮, সেপ্টেম্বর, ২০২৪, বুধবার
     

বালুচরে আবু বকর সিদ্দিকের নির্বাচনী মতবিনিময় সভা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ)প্রতিনিধি:
সিরাজদিখান উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিক কে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বালুরচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের খাসমহল বালুরচর দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংলগ্ন মাঠে এই নির্বাচনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলবি জুয়েলার্স এর স্বত্বাধিকারী বিশিষ্ট শিল্পপতি মোস্তফা কামাল’র সভাপতিত্ত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিক।

বালুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
হাওলাদ হোসেন’র সঞ্চালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,সাধারণ সম্পাদক আফজাল হোসেন মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক, সামছুল ইসলাম মেম্বার,বীর আলী আকবর,৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক, নওয়াম মিয়া,বিশিষ্ট সমাজ সেবক,দুলাল বেপারী,হাবিবুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক।

এ সময় বক্তারা, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে, আলহাজ্ব আবু বকর সিদ্দিককে, কাপ-পিরিচ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য, বিভিন্ন ধরনের দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

               

সর্বশেষ নিউজ