৮, সেপ্টেম্বর, ২০২৪, রোববার
     

কুমিল্লা-সিলেট মহাসড়কে তীব্র যানজটে দূর্ভোগ

মো: কামরুজ্জামান বাবু, দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লা-সিলেট মহাসড়কের ফলে জনজীবনে স্বস্তির নি:শ্বাসের বদলে এখন অস্বস্তি আর প্রচণ্ড বিরক্তির কারণ হয়ে গেছে। এই কারণের পেছনে রয়েছে তীব্র যানজট।

লাগামহীন এই যানজটের শুরুটা মূলত শুরু হয়েছে দেবিদ্বার উপজেলাস্থ বানিয়াপাড়া থেকে মুরাদনগরের কোম্পানীগঞ্জ পেরিয়ে থোল্লা পর্যন্ত। রাস্তা বর্তমানে চওড়ায় দশ ফিটের মতো হলেও দেখা যায়, রাস্তার ধারণক্ষমতা থেকে গাড়ির সংখ্যা বেশি-ই।

তাছাড়া প্রতিদিন ঘটছে নানান দূর্ঘটনা। ট্রাফিক পুলিশ থাকলেও তাদের কার্যক্রম না থাকারই মতো। দেবিদ্বারের জিরো পয়েন্ট থেকে শুরু হয়েছে পৌরসভার রাস্তা।নিউমার্কেট চত্বর পায়ে হেঁটে চলাটাই বিপদজনক। কিন্তু সেখানে কারও কোনো হস্তক্ষেপ নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন,ভাই,আপনি এই একটু সময় থেকেই এতো প্রশ্ন করছেন? অনেকবার ট্রাফিক পুলিশের কাছে ধরণা দেয়া হয়েছে, কিছুই হয়নি।

               

সর্বশেষ নিউজ