ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ব্রিটিশ গণমাধ্যম টাইমস নিউজ পেপারসকে জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের দক্ষিণ দিকের যেসব অঞ্চল দখল করেছে সেগুলো পুনর্দখল করতে বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন।
তিনি জানিয়েছেন, এ জন্য ১০ লাখ সৈন্যকে পশ্চিমা ও ন্যাটো দেশগুলো যেসব অস্ত্র ব্যবহার করে সেসব অস্ত্রে সজ্জিত করার কাজ চলছে।
ব্রিটিশ গণমাধ্যমটির সঙ্গে দেওয়া সাক্ষাতকারে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকোভ আরও জানিয়েছেন, ইউক্রেনের দখলকৃত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলগুলো রুশ বাহিনীর কাছে থেকে স্বাধীন করতে প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি নির্দেশ দিয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, মাত্র তিন মাস আগেও ইউক্রেনের কাছে ৩০ বছরের পুরনো সোভিয়েত আমলের অস্ত্র ছিল। কিন্তু এখন তাদের সেনাদের কাছে আধুনিক অস্ত্র আছে।
এদিকে ইউক্রেনীয় সেনাবাহিনীকে একটি আধুনিক বাহিনীতে রুপান্তর করতে দেশটির সেনাদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে যুক্তরাজ্য৷
সূত্র: আল জাজিরা