দোনবাসের দোনেৎস্কের বাখমুতে বুধবার মধ্যরাত থেকে শুরু করে সকাল পর্যন্ত গোলাবর্ষণ করেছে রুশ সেনারা। বুধবার সকালে এমন তথ্য জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।
বেশ কয়েকটি সূত্র ধারণা করছে, লুহানেস্কে হিমারস ব্যবহার করে ইউক্রেনের সেনারা যে হামলা চালিয়েছে, সেটির প্রতিশোধ নিতে বাখমুতে সারারাত গোলাবর্ষণ করেছে রাশিয়া।
তবে অন্য আরেকটি সূত্র বলছে, কিছুদিন বিরতি দিয়ে দোনেৎস্কে ফের হামলা চালানো শুরু করেছে রুশ সেনারা। এখন এ হামলা হয়ত অব্যহত থাকবে।
বাখমুতের বাইরে থেকে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, রুশ বাহিনীর ছোড়া রকেট এবং গোলা বিরতিহীনভাবে আঘাত হানছে। অনবরত রকেট পড়ায় রাতের আকাশ একটু পর পর উজ্জল হয়ে ওঠছিল। সেই ভিডিওতে একজন নারীকে বলতে শোনা যায়, ‘আমার মা সেখানে আছে।’
নিকোলাই নামে একজন ব্যক্তি জানান, সবকিছু জ্বলছে। তারা বিদ্যুৎ লাইনে হামলা করেছে।
বর্তমান পরিস্থিতি নিয়ে দোনেৎস্কের গভর্নর পাভলো কায়রায়লেঙ্কো বলেন, রাশিয়ার সেনারা অব্যহতভাবে পুরো দোনেৎস্কে গোলাবর্ষণ করছে। বাখমুত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
দোনেৎস্কের গভর্নর জানিয়েছেন, রুশ হামলায় একজন ব্যক্তি নিহত হয়েছেন। পাঁচজন আহত হয়েছেন। শহরটির বেশিরভাগ অঞ্চল থেকে সাধারণ মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান