১৬, নভেম্বর, ২০২৪, শনিবার
     

নতুন আইনে স্বাক্ষর করলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার নতুন একটি আইনে স্বাক্ষর করেছেন।

এ আইনের মাধ্যমে রাশিয়ার বাইরে রুশ সেনাদের ‘জঙ্গিবিরোধী এবং যে কোনো ধরনের অভিযানে’ সহায়তা করতে সরকার বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

যেহেতু এখন আইনটি কার্যকর হয়েছে, ফলে এখন কোনো কোম্পানি রাশিয়ার সরকারের কোনো কাজ করতে অস্বীকৃতি জানাতে পারবে না এবং কর্মকর্তা-কর্মচারীদের রাতে ও বন্ধের দিনও কাজ করতে হবে।

এ আইনের মাধ্যমে সরকার অস্থায়ীভাবে যুদ্ধের প্রস্তুতি পুনরায় গ্রহণ করা এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করতে পারবে।

এদিকে রাশিয়ার সরকার ইউক্রেনে তাদের কথিত বিশেষ সামরিক অভিযানকে ‘যুদ্ধ’ বলতে অস্বীকৃতি জানায়। তবে তারা যেসব ব্যবস্থা গ্রহণ করছে তাতে বোঝা যাচ্ছে চলমান অভিযানকে সহায়তা করে নিজেদের অর্থনীতি পুনর্গঠন করছে।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিন আরেকটি আইনে স্বাক্ষর করেছেন। সেটি হলো, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানকে রাশিয়া বিদেশী এজেন্ট হিসেবে অভিহিত করবে বা প্রমাণ পাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

সূত্র: সিএনএন

               

সর্বশেষ নিউজ