১৬, নভেম্বর, ২০২৪, শনিবার
     

শ্রীলংকার পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন কে

বৃহস্পতিবার প্রেসিডেন্টের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন গোতাবায়া রাজাপাকসে।

এরপর শুক্রবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদত্যাগ করার পর তিনিই প্রেসিডেন্টের দায়িত্ব পেতেন।

আগামী ২০ জুলাই বুধবার শ্রীলংকার সংসদে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

কে হবেন আন্দোলন ও অর্থনৈতিক সমস্যায় জর্জরিত দেশটির পরবর্তী প্রেসিডেন্ট?

গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে স্থায়ী প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা চালাবেন। তিনি নিজেও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তাছাড়া বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাসাদাও প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরেকজনের নাম প্রেসিডেন্ট পদের জন্য উচ্চারিত হচ্ছে। তিনি হলেন সাবেক সেনাপ্রধান ফিল্ড মার্শাল শরৎ ফনসেকা।

সাবেক এ সেনা কর্মকর্তা জানিয়েছেন, বেশ কয়েকজন এমপি তাকে অনুরোধ জানিয়েছেন, তিনি যেন প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিকে আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা চান না রনিল বিক্রমাসিংহে তাদের প্রেসিডেন্ট হন।

ভেলাউনায়থা পিল্লাই নামে অবসরপ্রাপ্ত একজন ব্যাংক কর্মকর্তা ও আন্দোলনকারী বলেছেন, রনিল বিক্রমাসিংহেদের রাজাপাকসেদের সহায়তাকারী। তাকেও ক্ষমতা ছাড়তে হবে।

সূত্র: আল জাজিরা

               

সর্বশেষ নিউজ