২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

টাকার কাছে বিক্রি হয়ে গেলেন সুস্মিতা, প্রশ্ন তসলিমার

বলিউডের নতুন খবর, ব্যবসায়ী ললিত মোদীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। এরপর থেকেই এই জুটিকে নিয়ে তুমুল আলোচনা চলছে চারদিকে। এবার সেই আলোচনায় গা ভাসালেন নির্বাসিতা লেখিকা তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ললিত মোদীর সঙ্গে সুস্মিতার প্রেম ও বিয়ের গুঞ্জন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

সেখানে তসলিমা লিখেছেন, ‘সুস্মিতা সেনের সঙ্গে আমার একবারই দেখা হয়েছিল। দেখা হয়েছিল অনেক বছর আগে, কলকাতা বিমানবন্দরে। আমাকে জড়িয়ে ধরে তিনি বলেছিলেন, ভালোবাসি। আমার চেয়েও দীর্ঘাঙ্গী খুব তো কেউ নেই এ অঞ্চলে, তাই তার পাশে দাড়িয়ে নিজেকে হঠাৎ বেঁটে বলে বোধ হয়েছিল। তার সৌন্দর্য থেকে মুগ্ধতার চোখ সহজে সরিয়ে নিতে পারিনি।’

তিনি আরও লেখেন, ‘আমার সবচেয়ে ভালো লাগতো সুস্মিতা সেনের ব্যক্তিত্ব। অল্প বয়সেই দুটো মেয়েকে দত্তক নিয়েছেন। ভালো লাগতো তার সততা, সাহসিকতা, সচেতনতা, স্বনির্ভরতা। ভালো লাগতো তার দৃঢ়তা, ঋজুতা। কিন্তু নানা কিসিমের অপরাধে জড়িত অত্যন্ত অনাকর্ষণীয় এক লোকের সঙ্গে সুস্মিতা এখন সময় কাটাচ্ছেন।’

‘লোকটি প্রচণ্ড ধনী বলেই কি? তাহলে কি টাকার কাছে বিক্রি হয়ে গেলেন তিনি? হতে পারে তিনি প্রেমে পড়েছেন লোকটির। কিন্তু বিশ্বাস হতে চায় না যে, তিনি প্রেমে পড়েছেন। টাকার প্রেমে যারা পড়েন, তাদের ওপর থেকে আমার খুব দ্রুতই শ্রদ্ধা চলে যায়’ বলে উল্লেখন করেন তসলিমা নাসরিন।

               

সর্বশেষ নিউজ