২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

১৭ বছর লিভ ইনে দুই সন্তান : ৫৪ বছরে এসে বিয়ে

‘আলীগড়’, ‘ওমের্তা’, ‘শহিদ’-এর মতো সিনেমার পরিচালক তিনি। পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেই হংসল মেহতা কাগজ-কলমে বিয়ে করলেন ৫৪ বছর বয়সে। পাত্রী সাফিনা হোসাইন; যাঁর সঙ্গে মেহতা ১৭ বছর লিভ ইন সম্পর্কে রয়েছেন, জন্ম দিয়েছেন দুই সন্তান।

গতকাল (২৪ মে) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তাঁরা। খবর বলিউড হাঙ্গামার। সামাজিক পাতায় বেশ কিছু ছবি শেয়ার করেছেন হংসল মেহতা।

বিয়ের সিদ্ধান্ত প্রসঙ্গে হংসল মেহতার ভাষ্য, ‘১৭ বছর পর, আমাদের দুটি সন্তান। ছেলেদের বড় হতে দেখে বাঁধা পড়ার সিদ্ধান্ত নিয়েছি। বরাবরের মতো এটিও অনেক দেরিতে এবং অপরিকল্পিত। শেষ পর্যন্ত ভালোবাসা অন্য সবকিছুর আগে প্রাধান্য পায়।’

হংসল মেহতার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে সুনীতার সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। সেই ঘরে দুই সন্তান রয়েছে তাঁর। সেই সংসারের ইতি টানার পর সাফিনার সঙ্গে সম্পর্কে জড়ান হংসল।

               

সর্বশেষ নিউজ