গত শুক্রবার লুহানেস্কের ওলেনিভকা কারাগারে রকেট হামলার ঘটনা ঘটে। ওই কারাগারে যুদ্ধবন্দি হিসেবে আটক ছিলেন মারিউপোলের আজভ ব্রিগেডের সেনারা। তারা প্রায় দুই মাস আজভস্টালের ভেতর লুকিয়ে থাকার পর রুশ সেনাদের হাতে আত্মসমর্পণ করেছিলেন।
ওই হামলায় ৫৩ জন সেনা নিহত এবং প্রায় একশ জন আহত হন।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, হামলার বিষয়ে এখন মিথ্যা গল্প সাজানোর চেষ্টা করছে রাশিয়া। তারা মিথ্যা প্রমাণ সৃষ্টি করছে।
সংবাদ সংস্থা এপিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা দেখতে পেয়েছেন রাশিয়া মিথ্যা প্রমাণ সাজানোর চেষ্টা করছে, দেখাতে যে, ওলেনিভকা কারাগারে হামলা চালিয়েছে ইউক্রেন।
এদিকে হামলার পর পর রাশিয়ার পক্ষ থেকে জানানো হয় পশ্চিমাদের হিমার্স রকেট লঞ্চার ব্যবহার করে ওলেনিভকা কারাগারে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা।
তবে ইউক্রেন ওই দিন সে অঞ্চলে কোনো ধরনের হামলা চালায়নি বলে দাবি করেছে। তারা জানিয়েছে, রাশিয়াই যুদ্ধবন্দিদের ওপর এমন নৃশংস হামলা চালিয়েছে। তাছাড়া নিজেদের দাবির পক্ষে প্রমাণ পাওয়ার কথাও জানিয়েছে তারা।
সূত্র: আল জাজিরা