যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণ দিকে জড়ো হচ্ছে রুশ সেনারা।
দক্ষিণ দিকে অবস্থিত খেরসনে ইউক্রেনের সেনারা পাল্টা হামলা চালাতে পারে এই আশঙ্কা থেকে দক্ষিণ দিকে সেনাদের জড়ো করছে তারা।
রাশিয়ান সেনাবাহিনীর ট্রাক, ট্যাংক, কামান এবং অন্যন্য অস্ত্র ইউক্রেনের দোনবাস প্রদেশ থেকে দক্ষিণ-পশ্চিম দিকে যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের গোয়েন্দাদের বরাতে আরও জানিয়েছে, ক্রিমিয়া উপদ্বীপে অবস্থান করছে রাশিয়ার ব্যাটালিয়ন ট্যাকটিক্যাল গ্রুপ। এমন একটি গ্রুপে ৮০০ থেকে ১০০০ হাজার সেনা থাকে।
খেরসনে ইউক্রেনের পাল্টা আক্রমণ রুখে দিতে এবং খেরসন নিজেদের দখলে রাখতে এসব সেনাদের নিশ্চিতভাবে ব্যবহার করবেন রুশ কমান্ডাররা।
তবে ইউক্রেনও পিছিয়ে নেই। তারা রাশিয়ার রসদ পরিবহণের রেল সংযোগ, ব্রিজ এবং অস্ত্রের গুদামের ওপর আঘাত হানছেন।
তারা আরও জানিয়েছে ইউক্রেনের মেলিতোপোল, বার্দিনেস্ক, মারিউপোল এবং রাশিয়া থেকেও ভারী অস্ত্রসহ নিজেদের সেনাদের ক্রিমিয়ায় নিয়ে যাচ্ছেন কমান্ডারা। প্রয়োজনে তাদের ব্যবহার করা হবে।
যুক্তরাজ্য আরও জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধের নতুন ধাপ শুরু হতে যাচ্ছে। এখন দক্ষিণ-পশ্চিম দিকের জাপোরিঝজিয়া থেকে খেরসনে শুরু হতে পারে কঠোর যুদ্ধ।
সূত্র: আল জাজিরা