রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে’ রাশিয়া নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করবে। তাছাড়া যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে রাশিয়া সরাসরি কোনো দ্বন্দ্বে জড়াতে চায় না বলেও জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইভান নাচয়েভ বলেছেন, রাশিয়া শুধুমাত্র পাল্টা প্রতিক্রিয়া দেখাতে নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করবে।
এ ব্যাপারে মুখপাত্র ইভান নাচয়েভ বলেন, শুধুমাত্র বিপুল ধ্বংসাত্মক অস্ত্রের হুমকি থাকলে, অথবা যখন রাশিয়ার অস্তিত্ব নিয়ে শঙ্কা তৈরি হবে তখনই নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করা হবে, রাশিয়ার নিউক্লিয়ার অস্ত্র নির্দেশিকায় এমনটি উল্লেখ আছে।
তার মানে, নিউক্লিয়ার অস্ত্রের ব্যবহার তখনই সম্ভব- কোনো হামলার প্রতিক্রিয়া দেখাতে ও আত্মরক্ষা করতে এবং শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে, যোগ করেন ইভান নাচয়েভ।
সূত্র: আল জাজিরা