১৯, নভেম্বর, ২০২৪, মঙ্গলবার
     

নরসিংদীতে শিবপুরে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজাসহ নারী আটক

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে একটি প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজাসহ তাসমিয়া রশিদ নোভা নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন।

এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর মডেল থানার যোশর গাবতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত তাসমিয়া রশিদ নোভা (২২) ব্রাহ্মণবাড়িয়া সদর থানার কাজীপাড়া এলাকার বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে একটি সবুজ রংয়ের প্রাইভেটকার যোগে অবৈধ মাদকদ্রব্য নরসিংদীর দিকে আসতেছে এমন গোপন তথ্য পায় থানা পুলিশ। পরে ঢাকা-সিলেট মহাসড়কের গাবতলী বাসষ্ট্যান্ডের নিকট পৌঁছলে গাড়ীটিকে থামার জন্য সিগন্যাল দেয় পুলিশ। এসময় প্রাইভেটকারটির চালক গতি পরিবর্তন করে দক্ষিণ দিকে যোশর সড়কে ঢুকে যায়। পুলিশী ধাওয়ার এক পর্যায়ে কিছু দূর যাওয়ার পর চালক দিশেহারা হয়ে গাড়ী বন্ধ করে গাড়ীটি যোশর গাবতলী এলাকার একটি টং দোকানের সামনে রেখে পালিয়ে যায়।

এসময় গাড়ীতে থাকা তাসমিয়া রশিদ নোভাকে আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশী করে গাড়িতে থাকা ০২টি কালো রংয়ের কাপড়ের ট্রাভেলিং ব্যাগের ভিতরে নীল রংয়ের স্কচটেপ দিয়ে মোড়ানো ২৮টি প্যাকেটে ৩০ কেজি গাঁজা উদ্ধার ও গাড়িটি জব্দ করা হয়। এ ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা হয়েছে।

               

সর্বশেষ নিউজ