১৬, নভেম্বর, ২০২৪, শনিবার
     

শ্রীনগরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ

মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মো. ফখর উদ্দীন শিকদারের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন মুন্সী, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন, শ্রীনগর (সদর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলী আকবর, নাজির হোসেন, আবু আল নাসের তানজিল, গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু, কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য ও সাংবাদিক বৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৮ সালের পূর্বে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন তারা এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের আওতায় পুরনো এনআইডি কার্ডটি ফেরতের পর ফিঙ্গারিং ও আইরিস দেওয়ার মাধ্যমে নতুন স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন। জনসাধারণের সুবিধার্থে শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়ন আওতাধীন নিদিষ্ট তারিখে সংশ্লিষ্ট বুথ থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হচ্ছে।

               

সর্বশেষ নিউজ