২২, নভেম্বর, ২০২৪, শুক্রবার
     

কবে মাঠে ফিরবেন সাকিব !

স্পোর্টস ডেস্ক:
আফগানিস্তানের বিপক্ষে আগামী ৭ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে মূল আসর শুরু হওয়ার আগে ধাক্কা খায় টাইগাররা। হালকা ইনজুরিতে পড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল শুক্রবার আসামের গুয়াহাটিতে শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ছিলেন না সাকিব। অধিনায়কত্ব করছেন মেহেদী হাসান মিরাজ।

প্রথমদিনের অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। পরে পা ফুলে যায় বাংলাদেশ অধিনায়কের। তাই সাকিবকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়। যদিও এরপর গুঞ্জন উঠেছিল আফগানদের বিপক্ষে তাকে ছাড়াই খেলতে হবে। তবে এবার স্বস্তির খবর দিয়েছেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

একটি অনলাইন সংবাদমাধ্যমকে সুজন বলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচে সাকিব অবশ্যই খেলবে। তার ইনজুরি মোটেও গুরুতর কিছু না। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই সে পুরোপুরি ফিট হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘সাকিবের কিছুটা অস্বস্তি ছিল। এ কারণে সতর্কতা হিসেবে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। যদিও শুনছি সাকিবের ইনজুরি নিয়ে দেশে তোলপাড়। আসলে তেমন গুরুতর কোনো ইনজুরি না এটা। আমি বলছি, সাকিব ৭ অক্টোবর অবশ্যই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে।’

এদিকে শ্রীলংকার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে নাজমুল হোসেন শান্ত এবং মোস্তাফিজুর রহমান কেন খেলেননি তা নিয়ে সুজন বলেন, ‘এ দু’জনকে বিশ্রাম দেওয়া হয়েছিলো। তবে প্রয়োজন হলে শান্ত ব্যাট করতে নামতো। প্রয়োজন হয়নি, তাই তার ব্যাট করতেও নামা হয়নি। এছাড়া বিশ্রাম দেওয়া হয়েছিলো মোস্তাফিজকে।’

               

সর্বশেষ নিউজ