২, মে, ২০২৪, বৃহস্পতিবার
     

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ

করোনার কারণে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ বাতিল। ভালো রানরেটের জন্য গ্রুপ সেরা বাংলাদেশ। সেমিফাইনালে প্রতিপক্ষ ভারত।

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের গ্রুপ সেরা কে হবে তার জন্য বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ম্যাচ চলছিল। বাংলাদেশ ৩২ দশমিক চার ওভার ব্যাটও করে ফেলে। তখন জানা যায় ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা দুজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সাথে সাথে খেলা বন্ধ করে দেয়া হয়। বাংলাদেশ রান রেটে এগিয়ে বলে তারা এক নম্বর দল হয়ে সেমিফাইনালে ওঠে। তাদের খেলতে হবে ভারতের বিরুদ্ধে। এই ম্যাচ হবে শারজায়। পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার সাথে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল একটি বিবৃতিতে বলেছে, ম্যাচের সাথে জড়িত সকলের করোনা পরীক্ষা হবে। ফলাফল যতক্ষণ না আসছে, ততক্ষণ তারা নিভৃতবাসে থাকবেন।

ভারতই সবচেয়ে বেশিবার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জিতেছে। তারা ২০০০, ২০০৮, ২০১২ ও ২০১৮-তে এশিয়া কাপ জিতেছে।

               

সর্বশেষ নিউজ