১, মে, ২০২৪, বুধবার
     

‘আমার বউ যখন ‘কবুল’ বলেছিল, সেরকম আনন্দ হল’

ভোট গ্রহণের শেষের দিকে ব্যটারিচালিত অটোরিকশায় এসে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোট দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে তিনি ভোট দিতে যান।

সময় শেষ হওয়ার মাত্র ২০ মিনিট আগে ইভিএমে ভোট দিয়ে এ বিষয়ে নিজের অনুভূতি জানান শামীম ওসমান। জানালেন, প্রথমবার ইভিএমে ভোট দিয়ে তার কতটা ভালো লেগেছে।

একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে শামীম ওসমান বলেন, প্রথমবার ইভিএমে ভোট দিলাম, খুব ভালো অনুভূতি। প্রথমবার ইভিএমে ভোট দিয়ে কতটা আনন্দ পেলাম? আমার বউ যখন ‘কবুল’ বলেছিল, সেরকম আনন্দ হল ইভিএমে ভোট দিয়ে।

নাসিক নির্বাচনের ভোটগ্রহণ রোববার সকাল ৮টা থেকে ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে নাসিকের ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। সকালে ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারের সংখ্যাই বেশি চোখে পড়ে। ভোটের মাঠে মেয়র পদে ছয়, সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩৪ এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৫ জনসহ মোট ১৮৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতা নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী এবং হাতি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের মধ্যে।

               

সর্বশেষ নিউজ