৩, মে, ২০২৪, শুক্রবার
     

এটা তাদের নিজেদের ভুল হিসাব-নিকাশের ফল: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জ্বালানির দাম বৃদ্ধির জন্য পশ্চিমা বিশ্বকে দায়ী করে বলেছেন, এটা তাদের নিজেদের ভুল হিসাব-নিকাশের ফল। আমাদের কোনো দোষ নেই। বৃহস্পতিবার রুশ টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি এ কথা বলেন বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

তিনি আরও বলেন, রাশিয়া জ্বালানি সরবরাহের বিষয়ে তাদের বাধ্যবাধকতা পূরণ করছে এবং দাম বৃদ্ধির জন্য মস্কো দায়ী নয়।

এ সময় পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত দিয়ে পুতিন বলেন, বিভিন্ন দেশ মস্কো ও তাদের অর্থনীতির বিরুদ্ধে ‘অবন্ধুসুলভ পদক্ষেপ’ নিয়েছে।

তিনি আরও বলেন, এই কারণে হয়তো কিছু সমস্যা সামনে এসেছে। তবে এই সমস্যা সমাধানের ব্যাপারে তার কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন পুতিন।

এ ব্যাপারে তিনি বলেন, জনগণের বোঝা উচিত যে, এমন কোনো সমস্যা সেই যার সমাধান আমরা করতে পারব না।

এ সময় তিনি পশ্চিমা বিশ্বের প্রতি আঙুল তুলে বলেন, তাদের (পশ্চিমা বিশ্বের) জনগণকে বেল্ট আরও আটসাঁট করে, গায়ে গরম কাপড় চাপানোর কথা বলা উচিত। নিষেধাজ্ঞাকেই খারাপ পরিস্থিতির জন্য দায়ী করে তিনি বলেন, পুরো ব্যাপারটাই খুব অদ্ভূত দেখাচ্ছে।

               

সর্বশেষ নিউজ