৪, মে, ২০২৪, শনিবার
     

‘পাকিস্তানিরাও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায়’

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, পাকিস্তানিরাও তাদের দেশে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায়।পাকিস্তানের এক নেতা পার্লামেন্টে বলেছেন শেখ হাসিনাকে পাকিস্তানে এনে দাও। শুক্রবার (১ জুলাই) ঢাকার ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাশের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক নন্দ গোপাল সাহা।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের পার্লামেন্টে সুষমা স্বরাজ কয়েক বছর আগে বলেছেন, বাংলাদেশে গত এক দশকে ৮ শতাংশ হিন্দু বৃদ্ধি পেয়েছে। আগে ছিল ২ শতাংশ। এখন তা ১০ শতাংশ। এতে কি বোঝা যায়? প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সকলেই একসঙ্গে ধর্ম, বর্ণ নির্বিশেষে বাস করতে পারে। সুষমা স্বরাজের বক্তব্য অনুযায়ীই হিন্দু বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ সকলের জন্য এখন নিরাপদ।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের এক নেতা পার্লামেন্টে বলেছেন শেখ হাসিনাকে পাকিস্তানে এনে দাও। পাকিস্তানকে তিনি বাংলাদেশ বানিয়ে দিক এটাই আমাদের চাওয়া। কি বোঝায়? যে পাকি বাঙালিরা এখনো পাকিস্তানি কৃষ্টি কালচার নিয়ে রাজনীতি করে। অথচ পাকিস্তানিরা চায় শেখ হাসিনা সেখানে প্রধানমন্ত্রী হোক। তাদের পরিবর্তন হোক। আর কি চান আপনারা?’

               

সর্বশেষ নিউজ