১০, মে, ২০২৪, শুক্রবার
     

সরকার চোখে সর্ষে ফুল দেখছে: ফখরুল

বিদ্যুৎসহ চলমান নানা সংকট আওয়ামী লীগ সরকারকে পতনের দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকার চোখে সর্ষে ফুল দেখছে। জনগণ ফুঁসে উঠছে এবং সরকারের পতন তরান্বিত হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ওই সভা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘রিজার্ভের সাড়ে ৭ বিলিয়ন ডলার সরকার এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডে দিয়েছে। এই টাকাটা কাদেরকে দিয়েছে? যারা বিভিন্নভাবে দেশে-বিদেশে ব্যবসা-বাণিজ্য করছে। তারা এই টাকা নিয়ে বিদেশে পাচার করেছেন, বাড়ি বানিয়েছেন। আর দেশের মধ্যে সেই টাকা আর আসছে না। এই তো শুরু। অর্থনীতিবিদরা বলছেন সব জায়গাতেই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। এখন সরকার সর্ষে ফুল দেখবে, দেখতে হবে।’

বিদ্যুতের লোডশেডিংয়ে সবচেয়ে বড় প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে উল্লেখ করে তিনি বলেন, ‘অর্থনীতি মূলত নির্ভর করে পোশাক শিল্পের ওপর। সেই খাতে বিদ্যুৎ ও জ্বালানি চাহিদার ঘাটতি হলে সমস্যা তৈরি হবে, পরিবহণে সমস্যা সৃষ্টি হবে। জ্বালানি তেল ও বিদ্যুৎ সম্পূর্ণভাবে অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেখানে যখন রেশনিং সিস্টেম চালু করা হবে, তখন কিন্তু উৎপাদনে হ্রাস পাওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘যেসব পাওয়ার প্ল্যান্ট কাজ করছে না তাদেরকে পয়সা দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু বিরাট অংশ চলে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে অনেকে ডলারে পে করতে হয়। এই সমস্যাগুলো বলা যেতে পারে সামগ্রিক সমস্যা। এই সমস্যাগুলো সৃষ্টির বিষয়ে আমরা আগেই বলেছি যে, সরকারের কোনো পরিকল্পনা নেই এবং দুর্নীতি চরম জায়গায় পৌছেছে। সব জায়গাতে তাদের একটাই লক্ষ্য দুর্নীতি করা। এটা অস্বীকার করলে তো চলবে না।’

বিএনপি মহাসচিব বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আজকে ‘পয়েন্ট অব নো রিটার্ণ’ এ চলে গেছে। ঠিক একইভাবে শ্রীলংকাতে যে অবস্থা সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ৭টা দেশকে ওয়ার্নিং দেয়া হচ্ছে যে, শ্রীলংকার মতো অবস্থা সৃষ্টি হতে পারে। এটা তো হয়ে যাচ্ছে।

‘বিদ্যুতের অর্থ লুটের বিচার হবে’ বলেও হুঁশিয়ার করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘প্রায় ৭৮ হাজার কোটি টাকা তাদের দিতে হয়েছে কোনো বিদ্যুৎ উৎপাদন না করেই। এখন বলা হচ্ছে ৬টি ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকবে, বাকিগুলোতে কিন্তু পয়সা পেতেই থাকবে। পত্রিকায় দেখেছি, ১৭৬০ কোটি টাকা বছরে তাদের জন্য গুনতে হবে। এতে প্রমাণিত শুধুমাত্র দুর্নীতি করার জন্য কোনো বিশেষ কোম্পানিকে অর্থ বানানোর সুযোগ করে দেওয়া হচ্ছে। বিদ্যুৎ না দিয়ে ওইসব কোম্পানি মালিকদের এভাবে টাকা দেওয়া হচ্ছে, এরা এভাবে টাকা চুরি করেছে। একদিন তাদেরকে এর হিসাব দিতেই হবে। এই হিসাব না দিয়ে তারা যেতে পারবে না। তাদেরকে জনগণের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

তিনি বলেন, ‘শুধু বিদ্যুতের ক্ষেত্রে নয়, প্রতিটা মেগা প্রজেক্টে দুর্নীতি করার জন্য সরকার জনগণের পকেট থেকে টাকা কেটে নিচ্ছে। আজকে যে সংকট তৈরি হয়েছে তার প্রধান কারণ দুর্নীতি। আমরা বারবার বলেছি, এমন কোনো পরিকল্পনা, এমন কোনো প্রজেক্ট হাতে নেওয়া উচিত নয় যেটা আমরা চালাতে পারব না। এটার মূল্য এখন দিতে হচ্ছে জনগণকে। আমরা অবিলম্বে এই দুর্নীতির কারণে সরকারের পদত্যাগ দাবি করছি।’

দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরেন বিএনপি মহাসচিব জানান, ‘বৈঠকে নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর-মন্দিরে হামলা-অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে ঘটনার সরজমিন তদন্তে দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ড, অ্যাডভোকেট ফাহিমা মুন্নী, ব্যারিস্টার রুমির ফারহানা ও অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তদন্ত কমিটি আগামী ২৬ জুলাই প্রতিবেদন জমা দিলে তা জনসমক্ষে প্রকাশ করা হবে।’

ওয়াসার পানি এবং ৫৩টি ওষুধের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে জাতীয় স্থায়ী কমিটি। ওয়াসার পানির দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকার মহানগরের প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।

               

সর্বশেষ নিউজ