১২, মে, ২০২৪, রোববার
     

রাজনীতিতে অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার মতো প্রজ্ঞাবান ও জনদরদী মানুষ বিরল: ড. আতিউর রহমান

‘রাজনীতিতে অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়ার মতো প্রজ্ঞাবান ও জনদরদী মানুষ একেবারেই বিরল। এরকম মানুষ রাজনীতিতে থাকলে রাজনীতির গুণগত মান বেড়ে যায়, রাজনিিত আলোকিত হয়। এরকম রাজনীতিবিদ থাকলে মানুষ আশাস্বিত হয়।
আজ ১ আগস্ট সদ্য প্রয়াত জাতীয় সংষদেও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়ার স্মরণে ন্যাশনাল চর অ্যালায়েন্স আয়োজিত স্মরণসভায় বিশিষ্ট অর্থনীতিবিদ, ন্যাশনাল চর অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা সভাপতি ড. আতিউর রহমান একথা বলেন।

তিনি আরও বলেন, অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়া জনবান্ধব এক রাজনীতিবিদ ছিলেন। চরের মানুষের পক্ষে এক উচ্চকিত কণ্ঠস্বও ছিলেন। তিনি চরের মানুষ ছিলেন। চরের মানুষের স্বার্থেও কথা বলতেন। একই সাথে দেশের সমগ্র মানুষের কথা বলতেন। তাঁর আরও একটি বড় পরিচয় ছিল তিনি ১১ নম্বর সেক্টরের সেক্টও কমান্ডার ছিলেন। তিনি একই সাথে সংসদের অভিভাবক ছিলেন।
দলীয় দৃষ্টিকোণের বাইরে তিনি সবার অংশগ্রহণের সমাজের স্বপক্ষে কথা বলতেন। তাঁর স্মৃতি ধরে রাখতে, তাঁর চিন্তা ও কর্মকে এগিয়ে নিতে আমাদের কাজ করতে হবে।’

ন্যাশনাল চর অ্যালায়েন্সের সদস্য সচিব জাহিদ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠাওে আরও বক্তব্য রাখেন আব্রাহাম লিংকন, একুশে পদকপ্রাপ্ত আইনজীবি ও আহবায়ক, কুড়িগ্রাম ন্যাশনাল চর অ্যালায়েন্স, আনোয়ার কামাল, নির্বাহী পরিচালক, উন্নয়ন সংঘ টিম, জোসেফ হালদার, ডিরেক্টর, এসকেএস, হারুনুর রশীদ লাল, নির্বাহী পরিচালক, সিলিডারিটি, কামাল উদ্দিন, ডিরেক্টর, ফেন্ডশীপ, আসমা আকতার মুক্তা, এলসিএ সদস্য, ফরিদপুর, ড. শাহনাজ বেগম নাজু, সদস্য সচিব, কুড়িগ্রাম চর অ্যালায়েন্স, রঞ্জন কুমার ঘোষ, প্রগ্রাম অফিসার, ওয়াটা এইড বাংলাদেশ, জায়েদ ইকবাল খান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ভূমিহীন সমিতি, রিয়াজুল হক সরকার, নির্বাহী পরিচালক, মাটির মায়া, আফতাব উদ্দিন, জিইউকে, ফারজানা আজম, ফান্ড রেইজিং অফিসার, সীপ, মোনজেদ আলী, নির্বাহী পরিচালক, জেএসকেএস, শওকত আলী, সদস্য, কুড়িগ্রাম ন্যাশনাল চর অ্যালায়েন্সসহ আরো অনেকে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন সমন্বয়ের জ্যেষ্ঠ প্রকল্প সমন্বয়কারি শাহীন উল আলম।
উল্লেখ্য অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি গত ২২ জুলাই ২০২২ শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বেসরকারি একটি হাসপাতালে (নিউইয়স্থ মাউন্ট সিনাই হাসপাতালে) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

               

সর্বশেষ নিউজ