৫, মে, ২০২৪, রোববার
     

১৭ আগষ্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কাজী ওহিদ– গোপালগঞ্জ প্রতিনিধি-
২০০৫ সালে ১৭ আগষ্ট সারাদেশে একযোগে সংঘটিত সিরিজ বোমা হামলার প্রতিবাদে ও পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে সর্ব্বোচ শাস্তির দাবিতে ১৭ আগষ্ট সকাল ১১ টায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা ছাত্রলীগে উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও গোপালগঞ্জ- ১ আসন হতে বার বার নির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল মুকসুদপুর উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আশরাফ আলী আশু মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল আলম সিকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এম,মহিউদ্দীন আহম্মেদ মুক্তু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মোল্যা,সাংগঠনিক সম্পাদক ও খান্দারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাব্বির খান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক কাজী মোঃ ওহিদুল ইসলাম, শিক্ষা সম্পাদক খোন্দকার পারভেজ আলম, সহ দপ্তর সম্পাদক রফিকুল বারি লিপন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন মুন্সী, সিনিয়র সভাপতি নাইমুল হাকিম জুম্মান, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান কামাল,উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন আশরাফ বোরহান, সহসভাপতি মোঃ বরকত হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা রিয়াজ হোসেন রাজ,সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জব্বারুল আলম মাহফুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেরফ হোসেন চয়ন ও মুকসুদপুর পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ শেখ প্রমূখ।

               

সর্বশেষ নিউজ