৩০, এপ্রিল, ২০২৪, মঙ্গলবার
     

মুকসুদপুরে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক ১ দিনের প্রশিক্ষণ

কাজী ওহিদ- মুকসুদপুর ( গোপালগঞ্জ) থেকে- মুকসুদপুরে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণ বিষয়কের উপর ১০ সেপ্টেম্বর সকাল ১০ টায় ফারুক খান মিলনায়তনে মুকসুদপুর উপজেলা পরিষদের আয়োজনে, যুব ও ত্রুীড়া উন্নয়ন বিষয়ক উপজেলা কমিটির বাস্তবায়নে, উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) সহায়তায় একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয়ের উপসচিব ডঃ মোঃ আলী আকবার। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া,মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল,উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্লা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা বন কর্মকর্তা আকতার হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলার নয়নের সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর সদর বাজার বর্নিক সমিতির সভাপতি জহির হাসান টিটো ও সাধারন সম্পাদক অখিল সাহা প্রমূখ। প্রশিক্ষণে জনপ্রতিনিধি,সাংবাদিক,ব্যবসায়ী অংশ নেয়। মুকসুদপুর উপজেলার সদর বাজার সহ সমগ্র মুকসুদপুর উপজেলাকে যান জোট, পলিথিন, ময়লা আর্বজনা ও বর্জ্য মুক্তু করার লক্ষে সর্ব মহলের সহযোগিতা প্রত্যাশা করেছেন মুকসুদপুর উপজেলা প্রশাসন।

               

সর্বশেষ নিউজ