৮, মে, ২০২৪, বুধবার
     

আগামীকাল বাংলাদেশের প্রথম মধুমতি নদীতে নির্মিত ছয় লেনের কালনা সেতুর উদ্ধোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কাজী ওহিদ-

আগামীকাল ১০ অক্টোবর রোজ সোমবার বাংলাদেশ এর প্রথম ছয় লেনের দৃষ্টিনন্দন “কালনা সেতু” এর উদ্ভোধন হতে যাচ্ছে । আগামীকাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মধুমতি নদীতে নির্মিত এই সেতুর উদ্ভোধন করবেন। ঢাকা যশোর মহা সড়কের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মধুমতি নদীতে নির্মিত দেশের প্রথম ছয় লেনের সেতু। এরপূর্বে ঢাকা – মহাসড়কের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গেড়াখোলা নামক স্থানে মধুমতি নদীতে ছয় লেনের একটি সেতু নির্মিত হয়েছ। এই কালনা সেতু উদ্ধোধনীর অপেক্ষায় প্রহর গুনছেন সমগ্র দক্ষিণ পশ্চিম অঞ্চলের হাজার হাজার মানুষ। সওজের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাইকার অর্থায়নে এ সেতু নির্মিত হয়েছে। এ সেতু চালু হলে নড়াইল,যশোর, বেনাপোল, সাতক্ষীরা হতে ঢাকায় যাতায়াতকারী পরিবহন মাগুরা-ফরিদপুর হয়ে যাতায়াতের পরিবর্তে এখন কালনা হয়ে যাতায়াত করতে পারবে। এতে বেনাপোল ও যশোর থেকে ঢাকার দূরত্ব মাত্র ১১৩ কিলোমিটার। নড়াইল-ঢাকার দূরত্ব ১৮১ কিলো মিটার কমবে বলে জানা গেছে।।

               

সর্বশেষ নিউজ