২৭, এপ্রিল, ২০২৪, শনিবার
     

৬০ লাখ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মানিকগঞ্জ ছাড়াও অন্যান্য জেলায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচীর আওতায় ১৫ লাখ পরিবারের ৬০ লাখ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে। পরবর্তী পর্যায়ক্রমে সারা দেশের মানুষকে এ স্বাস্থ্য সুরক্ষার আওতায় নিয়ে আসা হবে।

মন্ত্রী আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, আমরা আশা করি এ স্বাস্থ্য সুরক্ষার কারণে নতুন করে আর কোনো মানুষ চিকিৎসা নিয়ে গিয়ে দরিদ্র সীমার নিচে আসবে না।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) হচ্ছে অতি দরিদ্র পরিবারের সকল সদস্যকে প্রতি বছর বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হবে। বেশ কয়েক বছর আগে পাইলট প্রকল্প হিসেবে টাঙ্গাইল জেলায় শুরু হয়। এখন এ প্রকল্পটি আরও ৬টি জেলায় উন্নতি করা হবে। তার মধ্যে সর্ব প্রথম মানিকগঞ্জে উদ্বোধন হল।

মানিকগঞ্জে ৭টি উপজেলা, ২ টি পৌরসভা এবং ৬৫টি ইউনিয়নের ১ লাখ ৫০ হাজার পরিবারকে প্রতি বছর ৫০ হাজার টাকার প্যাকেজে এ চিকিৎসার আওতায় বিভিন্ন রোগের চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হবে। তা ছাড়া যাতায়াত ভাতাও দেওয়া হবে। প্রায় ১১০ টি রোগের চিকিৎসা দেওয়া হবে।

মন্ত্রী বলেন, প্রথমে এ ব্যবস্থা সরকারী হাসপাতালে থাকলেও আমরা পরে বেসরকারি হাসপাতালকেও এর আওতায় নিয়ে আসব।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা চাচ্ছি স্বাস্থ্য সেবা শুধু ঢাকায় নয়, এ ভালো সেবাকে জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে নিতে চাই। আমরা প্রতিটি জেলা হাসপাতালে ১০ বেড আইসিও, ডায়ালাইসিস বেড করব। আপনারা জানেন বাংলাদেশে বহু লোক কিডনি রোগে আক্রান্ত। একবার ডায়ালাইসিস করতে গেলে ৪-৫ হাজার টাকা লাগে। তাই আমরা জেলা পর্যায়ে বিনা মূলে করতে পারে সেই কাজ করছি।

               

সর্বশেষ নিউজ