২৭, এপ্রিল, ২০২৪, শনিবার
     

সিরাজদীখানে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরও ৩৪টি পরিবার

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আধাপাকা ৩৪টি ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংযুক্ত হয়ে সারাদেশের ন্যায় এই উপজেলায় চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপের ৩৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২শতাংশ জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
পরে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগীদের মাঝে এ ঘর বুঝিয়েদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রওশন ফেরদৌস,সিরাজদীখান থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো.মোকতার হোসেন, রশুনিয়া ইউপির চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ, কোলা ইউপির চেয়ারম্যান এইচ এম সাইফুল ইসলাম মিন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন ইউপির চেয়ারম্যান,সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

               

সর্বশেষ নিউজ