১৮, সেপ্টেম্বর, ২০২৪, বুধবার
     

ক্লাসের সময় জবি শিক্ষার্থীদের ক্যাম্পাসে খেলতে মানা

 

ক্রাইমভিশন ডেস্ক:জগন্নাথ বিশ্ববিদ্যালয়:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে খেলাধুলা করছেন শিক্ষার্থীরা। ছবি: নিউজবাংলা
জবির প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘ছাত্ররা ক্লাস বাদ দিয়ে খেলছে। বল গায়ে লেগে অনেকেই আহত হচ্ছে, শিক্ষকদের গাড়ির কাচ ভাঙছে। তাদের কোনো টুর্নামেন্ট থাকলে আমরা খেলার ব্যবস্থা করব।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্যাম্পাসে ক্লাস চলাকালীন সময়ে খেলাধুলা বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান মঙ্গলবার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় আঠারো হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। শিক্ষার্থীর তুলনায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছোট। ক্লাস ও পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাসে খেলাধুলা করলে ক্লাস ও পরীক্ষায় বিঘ্ন ঘটে এবং চলাচলে অসুবিধা হয়।

এতে আরও বলা হয়েছে, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্যাম্পাসের ভেতরে এবং বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান ভবনের সামনের খোলা জায়গাসহ অন্যান্য খোলা জায়গায় কোনো প্রকার খেলাধুলা না করার নির্দেশনা দেয়া হয়েছে।

খেলাধুলা বন্ধ নিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার নাফিস বলেন, ‘আমাদের খেলার মাঠ কেরাণীগঞ্জে। ওখানে গিয়ে খেলাধুলা করতে খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যায়। তাই ক্যাম্পাসের ফাঁকা জায়গায় নিজেদের মতো খেলাধুলা করি কিন্তু সেটাও বন্ধ। আমাদের জন্য প্রশাসনের বিকল্প ব্যবস্থা করা উচিত।’

এ নিয়ে ফিনান্স বিভাগের শিক্ষার্থী তাইজুল ইসলাম বলেন, ‘ক্লাস শেষে কিছু সময় থাকে। বিশ্ববিদ্যালয়ে তেমন ইনডোর গেমসের ব্যবস্থাও নেই। ফাঁকা জায়গায় খেলতাম এখন তাও বন্ধ। এভাবে চললে আমাদের সুস্থ মানসিক বিকাশ কীভাবে সম্ভব প্রশাসনের ভাবা উচিত।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্বে থাকা প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘ছাত্ররা ক্লাস বাদ দিয়ে খেলছে। বল গায়ে লেগে অনেকেই আহত হচ্ছে, শিক্ষকদের গাড়ির কাচ ভাঙছে। তাদের কোনো টুর্নামেন্ট থাকলে আমরা খেলার ব্যবস্থা করব।’

 

               

সর্বশেষ নিউজ