১৬, সেপ্টেম্বর, ২০২৪, সোমবার
     

চুয়াডাঙ্গায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন

ক্রাইমভিশন ডেস্ক:

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় মাদক মামলায় রাশিদা খাতুন (৬৪) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ-প্রথম আদালতের বিচারক হুমায়ুন কবির সরকার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রাশিদা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া ফার্মপাড়ার রবিউল ইসলামের স্ত্রী।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১২ সালের ১ আগস্ট সকালে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল রাশিদা খাতুনের বাড়িতে অভিযান চালায়। ওই সময় তার বসতঘরের একটি স্টিলের বড় বাক্সে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়ায় তাকে আটক করা হয়।

এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সেই সময়ের পরিদর্শক লাকিয়া খানম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সেই সময়ের উপ-পরিদর্শক আব্দুল হান্নান একই বছরের ১০ সেপ্টেম্বর রাশিদা খাতুনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলায় ছয়জন সাক্ষীর মধ্যে পাঁচজনের সাক্ষ্য নেন আদালত। শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার এ রায় দেন আদালত।

               

সর্বশেষ নিউজ