৩, মে, ২০২৪, শুক্রবার
     

মুন্সীগঞ্জে ডিবি পরিচয় দিয়ে প্রতারণার সময় আটক দুই

মোঃ জাফর মিয়া, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডিবি পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে পারভেজ নামে এক যুবক ও নোভা নামে এক যুবতীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল বুধবার রাত আটটার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের বটতলা এলাকা থেকে এই ভুয়া দুই ডিবি অফিসকে গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার তাদেরকে মুন্সিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আটকৃত পারভেজ (২২) মুন্সিগঞ্জ সদর উপজেলার পারুলপাড়া দেওভোগ গ্রামের মোঃ আবেদ মোল্লা ছেলে ও নোভা আক্তার(২২) একই উপজেলার রনছ হাওলাপাড়া গ্রামের মোঃ সালাউদ্দিন বেপারী মেয়ে।

থানা পুলিশ সূত্রে জানাযায়, ইছাপুরা ইউনিয়ন ফারুক মিয়ার সাথে একই এলাকার খাদিজা বেগম বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলছিল। ৮/১০ দিন পূর্বে খাদিজা বেগম বিরোধের বিষয়ে ফারুক মিয়ার বিরুদ্ধে মামলা করার জন্য মুন্সীগঞ্জ যায়। সে মুন্সীগঞ্জ আদালতের গেইটের সামনে থাকা অবস্থায় পারভেজ ও নোভা তার কাছে এসে আদালতে আসার কারণ জিজ্ঞাসা করে। সে তাদের তার বিরোধের বিষয়ে বললে পারভেজ নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দেয় এবং তার থেকে ফারুক মিয়ার বিরুদ্ধে একটি দরখাস্ত ও ১হাজার টাকা নেয়। পরে তারা তদন্ত করবে বলে আরো ২ হাজার টাকা নেয়। এছাড়া তদন্তে এসে ফারুক এর কাছ থেকেও অভিযোগ নিয়ে তার থেকে প্রথমে ৫শত ও পরে ২৫শত টাকা নেয়। গতল ১৮ অক্টোবর পুনরায় খাদিজার বাসায় এসে ঝামেলা সমাধান করবে বলে আরো ৫০০ টাকা নেই সেই ভুয়া ডিবি পুলিশ। বিষয়টি স্থানীয় লোকেরা বুঝতে পেরে পুলিশে খবর দিলে পুলিশ তাদের গ্রেফতার করে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বলেন, আটকৃত দুইজনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

               

সর্বশেষ নিউজ