১৮, সেপ্টেম্বর, ২০২৪, বুধবার
     

সিরাজদিখানে হেরোইন, চোলাই মদসহ গ্রেফতার ৩

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১০ পুরিয়া হেরোইন,১০ লিটার চোলাই মদ সহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে।আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করেন পুলিশ।

মঙ্গলবার ১৭ অক্টোবর অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত),এর দিক নির্দেশনায় এসআই মোঃ ওলিয়ার রহমান, এসআই মোঃ জসিম উদ্দিন, এসআই সুকান্ত বিশ্বাস, এসআই শহিন মিয়া, এএসআই মোঃ জোনায়েদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারশুর সাকিনস্থ ঢাকা নবাবগঞ্জ রাস্তার উত্তর পাশে উজ্জল মোল্লার পুকুরের উত্তর পাড়ে অভিযান চালিয়ে ১০ পুরিয়া হেরোইনসহ জয় বিশ্বাস(২৪), পিতা-মৃত বীরেন বিশ্বাসকে ও শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর সাকিনস্থ জনৈক জহির বেপারী বাউন্ডারী ওয়ালা গেইট সংযুক্ত ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদ সহ মোঃ রাব্বি (২২), পিতা-মৃত কামাল হোসেন, মিলন সরকার (২২), পিতা-বুলু সরকার কে গ্রেফতার করেন।

এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম সুমন জানান,উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারশুর গ্রামে ও শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে ১০ পুরিয়া হেরোইন,১০ লিটার চোলাই মদসহ ৩ জনকে গ্রেফতার করি।আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

               

সর্বশেষ নিউজ