১৬, সেপ্টেম্বর, ২০২৪, সোমবার
     

ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন সিরাজদিখানের হেলাল খান

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি পরিষদের আয়োজনে ৮৭ পুরানা পল্টন লাইন টাওয়ার (৪থ তালা) ঢাকা ইকনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে শনিবার ২১ অক্টোবর বিকাল সাড়ে ৩ টায় ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আতাউল্লাহ খান সভাপতিত্বে “উপমহাদেশে শিক্ষা বিস্তারে জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ’র ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা, সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়।

এতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে শেখরনগর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান হিসেবে পরিষদ এলাকায় সামাজিক সম্প্রীতি বজায় রাখা ও উন্নয়ন কাজে বিশেষ অবদান রাখায় উপজেলার শেখরনগর ইউনিয়নের ৬নং ইউপি সদস্য হেলাল খান জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন।পুরস্কার তুলে দেন বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী ও বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াছিউজ্জামান লেলিন।

আলোচনা সভা, সম্মাননা প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ শেখ ওয়াসিউজ্জামান জামান লেলিন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারপতি: খাদেমুল ইসলাম চৌধুরী।প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সাবেক উপমন্ত্রী ১৪ দলের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী।

মূল প্রবন্ধ পাঠ করেন বিসিএস, সাধারণ শিক্ষা সীমিতি মহাসচিব প্রফেসর মোঃ ইউনুস হাসান চৌধুরী।
স্বাগত বক্তা রাখেন অগ্রগামী মিডিয়া ভিশন নির্বাহী পরিচালক এম গোলাম ফারুক মজনু শুভেচ্ছা বক্তা রাখেন মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি পরিষদ মহাসচিব এম এইচ আরমান চৌধুরী।

বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মন্ত্রণালয় অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন,বাংলাদেশ পুলিশ
এডিশনাল এসপি (অবঃ)কবি মুহাম্মদ নজরুল ইসলাম বিপিএম,মজলুম পার্টি সাধারন সম্পাদক ও ১৪ দলের কেন্দ্রীয় নেতা কমরেড মোঃ বদরুদ্দোজা চৌধুরী,গণতান্ত্রিক জোট বাংলাদেশ চেয়ারম্যান এস এম আশিক বিল্লাহ,বরেন্য শিক্ষা বিদ নজরুল গবেষক প্রফেসর ডঃ শহীদ মজনু,বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিবিদ লায়ন এম এম ইউসুফ,সাবেক সহকারি কর কমিশনার মির্জা শরিফুল আলম।

               

সর্বশেষ নিউজ