৩০, এপ্রিল, ২০২৪, মঙ্গলবার
     

সিরাজদিখানে ফসলী জমির মা‌টি কাটার দা‌য়ে ৪টি বেকুকে ধ্বংস কর‌লেন এ‌সিল‌্যান্ড ফারজানা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে তিন ফসলী জমির মাটি কাটার দায়ে ৩টি বেকু মেশিনকে আংশিক ধ্বংস ও একটি ড্রেজার মেশিনকে ধ্বংস করেছেন সিরাজ‌দিখান সহকারী ক‌মিশনার(ভূ‌মি) ও নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট উ‌ম্মে হা‌বিবা ফারজানা ।
১৬ জানুয়ারী মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত।

লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি এলাকায় তিন ফসলী জমির মাটিকাটা হচ্ছে এমন অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩টি বেকু মেশিন কে আংশিক ধ্বংস এবং একটি ড্রেজার মেশিন কে ধ্বংস করা হয়েছে।

ভেকু তিন‌টি হলো জহির নামের এক ব্যক্তির এবং একটি ড্রেজার মেশিন হলো শামীম নামের এক ব্যক্তির।

ভ্রাম‌্যমান আদালত চলাকা‌লে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট উম্মে হাবিবা ফারজানা বলেন,আমরা ওই এলাকায় এর আগেও একাধিকবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছি, ভবিষ্যতেও কেউ যদি তিন ফসলী জমির মাটি কেটে বিক্রি করে তাদের বিরুদ্ধেও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই ভ্রাম্যমান আদালত হতে থাকবে।

               

সর্বশেষ নিউজ