২১, ডিসেম্বর, ২০২৪, শনিবার
     

শ্রীনগরে মোটরসাইকেল আরোহী পিতা-কন্যা নিহত

মোহন মোড়ল,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
শ্রীনগরে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী পিতা ও কন্যার নিহত হয়েছে। বুধবার দুপুর সোয়া ১ টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের উপজেলার হাঁসাড়া বাজার সংলগ্ন অন্ডার পাশের ওপরে এই দুর্ঘটনা ঘটে। এতে বরিশালের রমজান কাঠি গ্রামের আব্দুল হাকিমের পুত্র বাইক চালক কামাল হোসেন (৩১) ও তার কন্যা মাহিরা মাহির (১০) লাশ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানায়, মাওয়াগামী মোটরসাইকেলটিকে (বরিশাল মেট্রো ব-১২ ৮৬৩৪) অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ লাশ উদ্ধার করে। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, লাশ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের এসআই রাশেদুলের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। বাইকটি হাইওয়ে থানায় রাখা হয়েছে। অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেস্টা চলছে।

               

সর্বশেষ নিউজ