২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

কে হচ্ছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক?

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের পর থেকে সাদা পোশাকে সাফল্য পাচ্ছে না বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পর শ্রীলঙ্কার বিপক্ষেও সিরিজ হেরেছে টাইগাররা। এ দিকে রান খরার ব্যর্থতার মাঝে ঘুরপাক খাচ্ছেন অধিনায়ক মুমিনুল হকও। তাই রান খরা কাটিয়ে উঠতে টেস্টের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মমিনুল । গত মঙ্গলবার (৩১ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলাপকালে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের মুমিনুল বলেন, ‘শেষ কয়েকটা সিরিজ অধিনায়ক হিসেবে অবদান রাখতে পারছি না। এসময় দলকে অনুপ্রাণিত করতে পারিনি। আমার কাছে মনে হয়, নতুন কাউকে দায়িত্ব দেওয়া ভালো। আপাতত এ কথাগুলো বলে আসছি। আমিতো বলে এসেছি, এখন উনাদের ব্যাপার। কী সিদ্ধান্ত নেবেন উনারা জানেন।’

তবে মুমিনুলের সরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আলোচনায় উঠে এসেছে নতুন অধিনায়কত্বের বিষয়টি। নতুন অধিনায়কের তালিকায় সবার আগে নাম দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের। রয়েছেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে লিটন দাসও। তাহলে কে হচ্ছেন টাইগারদের ১২ নম্বর টেস্ট অধিনায়ক? বিসিবির পরিচালনা পর্ষদের আজকের (বৃহস্পতিবারের) সভায় চূড়ান্ত হবে।

তবে মিডিয়ার মুখোমুখিতে বিসিবি পরিচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সরাসরি কারও নাম বলেননি। তবে তার কথায় তালিকায় এগিয়ে সাকিব, ‘সাকিব এখন সব সময় টেস্ট খেলতে চায়। জানি না কেন কথাটা বারবার আসে, সাকিব টেস্ট খেলতে চায় না। সে সব সময়ই বলে, অন্য ফরম্যাটের চেয়ে টেস্ট বেশি উপভোগ করে। আমি বলছি না সাকিবই টেস্ট ক্যাপ্টেন হবে। তামিমও আছে। মাহমুদুল্লাহ যেহেতু ছেড়ে দিয়েছে, মুশফিক আছে। সাকিব নেবে কি না, সেটা বড় ব্যাপার। কে হবে আমি জানি না। সাকিব অধিনায়ক হলে দলে আমূল পরিবর্তন আসবে।’

উল্লেখ্য, ২০১৯ সালে সাকিবের নিষেধাজ্ঞায় সাদা পোশাকের দায়িত্ব পেয়েছিলেন হঠাৎ। ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে দল পরিচালনা শুরু মুমিনুলের। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজ পর্যন্ত সব মিলিয়ে ১৭ টেস্টে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন জিম্বাবুয়ে ২টি এবং নিউজিল্যান্ডের বিপক্ষে একটি। তার অধিনায়কত্বে টাইগাররা সিরিজ খেলেছে ভারত (১) জিম্বাবুয়ে (২), পাকিস্তান (২), শ্রীলঙ্কা (২), ওয়েস্ট ইন্ডিজ (১) ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে (১)। তিন টেস্ট ড্রয়ের পাশাপাশি ড্র করেছে দুটি শ্রীলঙ্কার বিপক্ষে। হঠাৎ নেতৃত্ব পাওয়া মুমিনুল ১৭ টেস্টে হাজার রানের মাইলফলক গড়তে পারেননি।

               

সর্বশেষ নিউজ