৪, ডিসেম্বর, ২০২৪, বুধবার
     

সিরাজদিখানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’এই স্লোগানে মুন্সিগঞ্জের সিরাজদিখানে আনন্দ উৎসবমুখর পরিবেশে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২২ জুলাই বিকাল ৫টায় উপজেলার লতব্দী ইউনিয়নের দোসর পাড়া টেকেরহাট পদ্মহেম ধাম সাধুসঙ্গ মাঠে পরিবর্তনের জন্য আমরা we for change নতুন ভাষানচর এর আয়োজনে পরিবর্তনের জন্য আমরা we for change বনাম Kalyar Replica Limited এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

Kalyar Replica Limited কে ২-০ গোলে হারিয়ে পরিবর্তনের জন্য আমরা we for change বিজয়ী পুরস্কার গ্রহণ করেন।

রেফারির দায়িত্ব পালন করেন লুৎফুর রহমান সোহেল আহবায়ক পরিবর্তনের জন্য আমরা we for change।ধারাভাষ্যকারে ছিলেন মাজহারুল মীর।

এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো পত্রিকার চিফ ফটো সাংবাদিক মো:কবির হোসেন।আরো উপস্থিত ছিলেন ওয়াইকন টিভি লিঃ এর ম্যানেজিং ডাইরেক্ট মতিউর রহমান শাহিন,
দৈনিক লাখোকন্ঠের সিরাজদিখান প্রতিনিধি আরিফ হোসেন হারিছ, লতব্দী ইউনিয়ন ৭নং ওয়ার্ড সদস্য কামাল হোসেন মাদবর ,৮নং ওয়ার্ডের সাবেক সদস্য দ্বীন ইসলাম, সেলিম মোল্লা, হাবিবুল্লা,আলামিন, মাহমুদুল হাসান, বায়েজিদ খান, আরিফ মীর।

               

সর্বশেষ নিউজ