১৮, নভেম্বর, ২০২৪, সোমবার
     

আফগানকে ১২৮ রানের টার্গেট দিলো বাংলাদেশ

টসে জিতে ব্যাটিং বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে ব্যর্থ বাংলাদেশ। মোসাদ্দেকের চেষ্টায় দলীয় সংগ্রহ দাঁড়ায় ১২৭ রানে। আফগানিস্তানের সহজ লক্ষ্য এখন ১২৮ রান।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টা থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। এশিয়া কাপের ১৫তম আসরের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে দু’ওপেনার নাঈম শেখ ও এনামুল হক বিজয়কে বিদায় করার পর সাকিব আল হাসানকেও সাজঘরে ফিরিয়েছেন মুজিব উর রহমান।

নাভিন উল হকের ওভারে পরপর দুটি চার মারলেও মুজিব উর রহমানের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে সংযোগ ঘটাতে ব্যর্থ হন সাকিব। ব্যাট-প্যাডের ফাঁক গলে সোজা স্টাম্পে চলে যায় বল। সাকিব বিদায় নিয়েছেন ৯ বলে ১১ রান করে।

সাকিবের পর বিদায় নিয়েছেন মুশফিকুর রহিমও। রশিদ খান প্রথম ওভার করতে এসেই দ্বিতীয় বলে এলবিডব্লু করে ফিরিয়েছেন ১ (৪) রান করা মুশফিককে। দলীয় ৫৩ রানের মাথায় আফিফ হোসেনকেও (১২) এলবিডব্লুর ফাঁদে ফেলে ফেরান রশিদ।

দলের হয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নেন মোসাদ্দেক-মাহমুদুল্লাহ। ব্যক্তিগত ২৫ রানে মাহমুদুল্লাহ ফিরে গেলেও মোসাদ্দেক থাকেন ইনিংসের শেষ বল পর্যন্ত। দলের হয়ে সর্বোচ্চ রানও করেন তিনি। ১৫৫ স্টাইক রেটে তার সংগ্রহ ৪৮ রান।

এর আগে মুজিবের প্রথম ওভারের শেষ বলে বোল্ড হন নাঈম শেখ। দীর্ঘ সময় পর দলে ফেরা নাঈম পূরণ করতে পারেননি প্রত্যাশা। প্রথম ওভারে একটা চার হাঁকালেও দ্বিতীয় ওভারে ফিরেছেন সাজঘরে। স্পিনার মুজিব উর রহমানের বল ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে চলে যায় স্টাম্পে। মাত্র ৬ রান করে বোল্ড হয়ে ফিরতে হলো নাঈম শেখকে।

নাঈমের ব্যর্থতার পর আরেক ওপেনার আনামুল হক বিজয়কেও ফিরতে হলো সাজঘরে। মুজিবের দ্বিতীয় ওভারের শেষ বলে এলবিডব্লু হয়ে মাত্র ৬ রানে ফিরতে হলো এই ওপেনারকে।

               

সর্বশেষ নিউজ