৬, মে, ২০২৪, সোমবার
     

‘১ লাখ নয়, ২ লাখ সৈন্য জড়ো করেছে রাশিয়া’

ইউক্রেন সংকট নিয়ে টান টান উত্তেজনা এবং যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো গোয়েন্দা তথ্যের বরাতে এতদিন বলে আসছিল —ইউক্রেন সীমান্তের তিন দিকে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। কিন্তু ইউরোপের নিরাপত্তা করপোরেশনের মার্কিন রাষ্ট্রদূত এবার দিলেন নতুন তথ্য।

অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড করপোরেশন (ওএসসিই) এর বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিশেল কার্পেন্টার বলেন, ৩০ জানুয়ারি তথ্য ছিল রাশিয়া ১ লাখ সেনা জড়ো করেছে। কিন্তু প্রকৃত অর্থে তারা ১ লাখ ৬৯ হাজার থেকে ১ লাখ ৯০ হাজার সেনা জড়ো করেছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, রুশ সেনা নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের এই অনুমিত সংখ্যার মধ্যে বেলারুশ এবং দখলকৃত ক্রিমিয়াতে অবস্থান করা রুশ সেনা, এবং পূর্ব ইউরোপে রাশিয়ার নেতৃত্বাধীন বাহিনীও অন্তর্ভূক্ত রয়েছে।

মিশেল কার্পেন্টার বলেন, স্থল এবং আকাশ প্রস্তুতি সম্পর্কে রাশিয়া বিশ্বকে ধোঁকা দিয়েছে।

ওএসসিই’র বৈঠকে উপস্থিত হয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল বলেন, ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের উপস্থিতি ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সব থেকে তাৎপর্যপূর্ণ।

               

সর্বশেষ নিউজ