৫, মে, ২০২৪, রোববার
     

গ্রেফতার কি? আপনি গ্রেফতার হলে কি করবেন?

মোহাম্মদ মোক্তার হোসেন-

গ্রেফতার-
গ্রেফতার অর্থ হল “আটক ব্যক্তি নির্বাহী কর্তৃপক্ষ কর্তৃক ধৃত হইয়াছে এবং ধৃত ব্যক্তির বিরুদ্ধে কিছু অভিযোগ রহিয়াছে।”

আপনি গ্রেফতার হলে কি করবেন-
১)গ্রেফতার করার সময়ই গ্রেফতারের কারণ জানতে চাইবেন ।
২)আপনার বিরুদ্ধে কোন ওয়ারেন্ট আছে কিনা তা জানতে ও দেখতে চাইবেন ।
৩) আপনার সঠিক নাম,ঠিকানা ও পরিচয় পুলিশের কাছে তুলে ধরুণ। কোন পরিচয়পত্র থাকলে পুলিশকে দেখান।
৪) দ্রুত আপনার পরিবার,আত্মীয়, বন্ধু বা আইনজীবীকে আপনার অবস্থান জানিয়ে দিন । যদি কাউকে জানাতে না পারেন, আদালতে সরাসরি কোর্ট কর্মকর্তা বা ম্যাজিষ্ট্রেটের নিকট বলতে পারেন।
৫) গ্রেফতারকৃত মামলার নম্বর ও ধারা এবং ঐ মামলায় আপনার নির্দোষীতার তথ্য-যুক্তি আপনার আইনজীবীকে জানান।
৬)ঢাকার ডিবি পুলিশ আপনাকে ধরলে নিয়ে যাবে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে বা কোন থানার পুলিশ ধরলে নিয়ে যাবে সংশ্লিষ্ট থানায় ।
৭)গ্রেফতারের পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে আপনাকে আদালতে হাজির করা হবে।
৮) থানায় আসার পর আপনার সাথে থাকা জিনিস পত্রের জন্য পুলিশ কর্মকর্তা একটি লিষ্ট করবে সেটা ভালভাবে পড়ে স্বাক্ষর করবেন।
৯) পুলিশ কর্মকর্তার নিকট কোন জবান বন্ধী দিলে সেটা ভালভাবে পড়ে স্বাক্ষর করবেন ।
১০) গ্রেফতারের পর আপনি নির্যাতনের শিকার হলে তখন কোন ডাক্তারের সেবা নিলে সে রিপোর্ট টি সংগ্রহ করে রাখবেন তা পরে কাজে লাগতে পারে ।
১১) পুরানো কোন মামলায় গ্রেফতার হলে ঐ মামলার নম্বরসহ কাগজপত্র নিয়ে আদালতে জামিনের চেষ্টা করবেন ।
১২)নতুন কোন মামলা বা ৫৪ ধারায় গ্রেফতার হলে আইনজীবির সাথে পরামর্শ করে জামিনের চেষ্টা করবেন ।

               

সর্বশেষ নিউজ