৪, মে, ২০২৪, শনিবার
     

জেলা পরিষদে প্রশাসন ক্যাডারের যে সকল কর্মকর্তা বসেন

প্রশাসন সম্পর্কে ধারণা:
বর্তমানে বাংলাদেশের ৬১-টি জেলা পরিষদে[র প্রতিটিতে] BCS প্রশাসন ক্যাডারের দুই(২)জন করে কর্মকর্তার পদায়ন হয়। তাঁদের মাঝে জ্যেষ্ঠ পদায়নটি হলো জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার (PNO হিসেবে অভিহিত), যিনি উপ-সচিব পদমর্যাদার (৫ম-গ্রেডভুক্ত)। তাঁর সাথে সিনিয়র সহকারী সচিব (ADC সমতুল্য, ৬ষ্ঠ-গ্রেডভুক্ত) পদমর্যাদার কর্মকর্তা জেলা পরিষদ সচিব হিসেবে পদায়িত থাকেন।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে— জেলা পর্যায়ে বর্তমানে প্রতিটি জেলায় তিন (৩) জন করে উপ-সচিব পদমর্যাদার (৫ম-গ্রেডের) BCS প্রশাসন ক্যাডারের কর্মকর্তার পদায়ন হয়। এগুলো হলোঃ জেলা প্রশাসক/ ডেপুটি কমিশনার (DC), জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার (PNO) এবং স্থানীয় সরকার উপ-পরিচালক (DDLG)।

এছাড়াও বাংলাদেশের অধিকাংশ বৃহত্তর জেলা সমূহে Zonal Settlement Officer হিসেবে আরো একজন করে BCS প্রশাসন ক্যাডারের উপ-সচিব পদমর্যাদার (৫ম-গ্রেডের) কর্মকর্তার পদায়ন হয়ে থাকে।

কিছুটা অপ্রাসঙ্গিক হলেও উল্লেখ করছি— *সাধারণত* উপরোল্লিখিত পদায়ন সমূহের মাঝে জেলা প্রশাসক/ ডেপুটি কমিশনার (DC)গণ জ্যেষ্ঠ হয়ে থাকেন। এই [DC] পদায়নটি জাঃবেঃ স্কেলের ৫ম-গ্রেডের শিডিউলভুক্ত হলেও সাধারণত (সবসময়ই) তাঁরা °ব্যাক্তিগতভাবে° ৪র্থ-গ্রেডভুক্ত হয়ে থাকেন।

একইভাবে, জেলা প্রশাসনের ADC/ ADM ইত্যাদি পদায়ন সমূহের অধিকাংশ/ অনেক কর্মকর্তাই [চাকরিকাল ১০+ বছর অতিক্রান্ত করেন হেতু] ব্যাক্তিগতভাবে ৫ম-গ্রেডভুক্ত হয়ে যান এবং তাঁরা UNO/ NDC/ RDC/ SrAC ইত্যাদি পদায়নের কর্মকর্তাগণের চেয়ে জ্যেষ্ঠ (তথা °ধারণাগত° পদোন্নতিপ্রাপ্ত) হলেও উল্লেখিত প্রতিটি পদায়নই মূলত ৬ষ্ঠ-গ্রেডভুক্ত।
লেখক
মোহাম্মদ মোক্তার হোসেন
সম্পাদক
crimevision.news

নিউজটি ভাল লাগলে শেয়ার দিন এবং আমাদের পেইজে লাইক দেয়ার অনুরোধ রইল ।

               

সর্বশেষ নিউজ