৩০, অক্টোবর, ২০২৪, বুধবার
     

কখনও ক্র্যাম্প, কখনও অভিনয়: রিজওয়ান

স্পোর্টস ডেস্ক

হায়দরাবাদে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়ী সেঞ্চুরি হাঁকান পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তার দুর্দান্ত ইনিংসে ভর করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতে পাকিস্তান।

রিজওয়ানের অপরাজিত ১২১ বলে ১৩১ রানে পাকিস্তান ৩৪৫ রানের লক্ষ্য ছোঁয় ছয় উইকেট ও ১০ বল হাতে রেখে। ম্যাচ জয়ী ইনিংস খেলার পথে রিজওয়ান ক্লান্তি, পিঠের ব্যথা ও ক্র্যাম্পের সঙ্গে লড়াই করেন।

রান তাড়ায় ৩৬তম ওভারে পিঠ ধরে মাটিতে পড়ে যান রিজওয়ান। এর আগে কয়েকটি ওয়াইড ডেলিভারি মারার সময় তার চোখেমুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। দলের ফিজিও প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রিজওয়ান আবার ইনিংস শুরু করেন

কয়েক ওভার পর ডান পায়ের চোট নিয়ে আবার মাঠে পড়ে যান রিজওয়ান। আবার ফিজিও এসে তার ক্র্যাম্পের চিকিৎসা করেন। দ্রুত ফের ইনিংস শুরু করেন পাকিস্তানি ব্যাটার।

ম্যাচের পর ইনিংসের মাঝপথে শারীরিক ভোগান্তি সম্পর্কে জানতে চাইলে ম্যাচসেরা খেলোয়াড় হাসতে হাসতে বলেন, ‘কখনও ক্র্যাম্প, কখনও অভিনয়।’

রিজওয়ানের সঙ্গে আব্দুল্লাহ শফিক খেলেন অনবদ্য ইনিংস। ১০৩ বলে ১১৩ রান করেন তিনি। তৃতীয় উইকেটে দুজনের ১৭৬ রানের জুটিতে জয়ের পথ তৈরি হয়। দ্রুত দুই উইকেট হারানোর পরও জয়ের বিশ্বাস ছিল রিজওয়ানের।

পাকিস্তানি উইকেটকিপার ব্যাটার বলেছেন, ‘ড্রেসিংরুমের প্রত্যেক খেলোয়াড়ের বিশ্বাস ছিল আমরা রান তাড়া করতে পারবো। আসলে এটা ছিল ভালো পিচ এবং আমরা ইনিংস হিসাবনিকাশ করে এগোনোর সিদ্ধান্ত নিয়েছিলাম।’

               

সর্বশেষ নিউজ