৬, মে, ২০২৪, সোমবার
     

আ.লীগের নির্বাচনি ইশতেহারে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে যুবসমাজের কর্মসংস্থান

ক্রাইমভিশন ডেস্ক:

শিক্ষিত যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণার কথা ভাবছে আওয়ামী লীগ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে এ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় দলটি।

শনিবার সকাল ১১টার দিকে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে নির্বাচনি ইশতেহার কমিটির আহ্বায়ক ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক সাংবাদিকদের এমন কথা জানান।

ইশতেহার প্রণয়ন কমিটির সভা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন, ‘এবার আমাদের নির্বাচনি ইশতেহারে কর্মসংস্থানের বিষয়টিকে, শিক্ষিত যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টিটা আমাদের সর্বোচ্চ গুরুত্ব পাবে। স্মার্ট বাংলাদেশের মাধ্যমে আমরা কর্মসংস্থান সৃষ্টি করব।’

এ সময় কমিটির সদস্য সচিব ও দলের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদও উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, অবশ্যই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আমাদের পরিকল্পনা থাকবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ইশতেহার বাস্তবায়নে আমরা অনেকটাই সফল।

এ সময় কমিটির অন্য সদস্যদের মধ্যে অধ্যাপক সাদেকা হালিম, সাজ্জাদুল হাসান এমপি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

               

সর্বশেষ নিউজ