৩০, এপ্রিল, ২০২৪, মঙ্গলবার
     

ডেমরায় নিষিদ্ধ যানবাহন স্ট্যান্ড উচ্ছেদ করতে পুলিশের অভিযান

ডেমরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় নিষিদ্ধ ব্যটারি চালিত যানবাহন স্ট্যান্ড উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেছে ডেমরা থানা পুলিশ। থানাটির ওসি মো. জহিরুল ইসলামের নেতৃত্বে ও কোনাপাড়া ফাঁড়িরর ইনচার্জ মো. সোহেল রানার সার্বিক তত্বাবধানে রোববার সকালে কোনাপাড়া—ফার্মের মোড় সড়কে এ অভিযান পরিচালিত হয়। এ সময় কোনাপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন ডিএনডি খালের ব্রীজে থাকা অস্থায়ী অবৈধ দোকান ও ব্রীজের সামনে অসংখ্য ব্যাটারি চালিত ইজিবাইক ও অটোরিকশা সরিয়ে ফেলা হয়। কোনাপাড়া ব্রীজ ও সামনের সড়কটিতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ও পথচারী যাতে নির্বিঘ্নে স্বাভাবিক চলাচল করতে পারেন সে লক্ষ্যেই এ অভিযান হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

এ বিষয়ে ওসি মো. জহিরুল ইসলাম বলেন, এ অভিযান পরিচালনা করেছি জনস্বার্থে। বিশেষ করে জনপ্রতিনিধি, কতিপয় রাজনীতিক ও সচেতন মহলকে সঙ্গে নিয়ে অবৈধ দখলদার ও অভ্যন্তরীণ সড়কে বিশৃঙ্খলভাবে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী নিষিদ্ধ যানবাহন চলাচলের বিরুদ্ধে আমরা প্রস্তুতি নিয়েছি বলে অভিযান অব্যাহত থাকবে।

               

সর্বশেষ নিউজ